ত্রিপুরার বিধানসভা উপ নির্বাচনে জিতলেন মানিক সাহা। অষ্টম রাউন্ড শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী Manik Saha এগিয়ে যান ছয় হাজারের বেশি ভোটে। Town Bardowali কেন্দ্র থেকে লড়াই করেন তিনি। তাঁর নিকটতম প্রতিদবন্ধী কংগ্রেসের Ashish Kumar Saha । সেই আসনেই জিতেছেন তিনি। ১৭ হাজার ১৮১ ভোটে হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে। এই প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন তিনি। আর প্রথমবারই তাঁর মুখে জয়ের হাসি। রাজ্যের মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে হলে তাঁকে জিততেই হত। গত মাসে বিপ্লব দেবের ইস্তাফার পরই তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসানো হয়।
Category
🗞
News