দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর নয়া নির্দেশিকা জারি করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ভারতে বসবাসকারী ইজরায়েলিরা যাতে সতর্ক থাকেন, সর্বত্র না যান, বিশেষ করে জনবহুল এলাকায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে তেল আভিভের তরফে। ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তরফে যে সতর্কতা জারি করা হয়, সেখান জানানো হয়, দিল্লিতে তাদের দূতাবাসের পাশে যে বিস্ফোরণ হয়েছে, তার জেরে জনবহুল এলাকায় কেউ যাবেন না।
Category
🗞
News