• 5 years ago
নদীর স্রোতের মতো সময় নিত্য প্রবাহমান। সময় কখনও এক মুহুর্তের জন্য থেমে থাকে না। নদীর স্রোতকে হয়তো রুদ্ধ করা যায়, কিন্তু সময়ের গতি কে কখনো আটকে রাখা যায় না। সময় হারিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই।জন্মলগ্ন থেকে মানুষের মৃত্যু পর্যন্ত শুধু সময়ের প্রবাহ মানুষের জীবনে এজন্য সময়ে সবচেয়ে মূল্যবান।

মানব জীবন ও সময়: মহাকালের প্রবাহমানতায় কত মূল্যবান যুগাদ অতীত হয়ে গেছে। আজকের বর্তমান কাল অতীতের অন্ধকারে লীন হয়ে যাবে।আমরা যদি ব্যক্তি মানুষের জীবনের মাপকাঠিতে সময়ের পরিমাপ করি তাহলে বুঝবো প্রত্যেক মানুষের জীবনে সময় অত্যন্ত সীমিত এবং পরিমিত।মানুষ যদি শুয়ে, বসে, অলসতায় সময় কাটিয়ে দেয়, তবে তার জীবন অর্থহীন হয়ে যাবে। ভাগ্য এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই স্থিরতা আসলে মনের স্থবিরতা। সময়ের গতিময়তায় দেহ জীর্ণ হয়। একদিন জীবনাবসানে সবকিছু ব্যর্থ হয়ে যায়।

Category

📚
Learning

Recommended