• 33 minutes ago
চলতি বৎসরের গত ৯-ই মার্চ ২০২৪ ইংরেজি তারিখ শনিবার, "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়" পরিচালিত, "সপ্তম তম আন্তঃ মহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩" অনুষ্ঠিত হয়ে গেলো, "দিনহাটা মহাবিদ্যালয়" -র কনফারেন্স হল ঘরে। উক্ত আন্তঃ মহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায়, "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়" -র নেতৃত্বাধীন "দিনহাটা মহাবিদ্যালয়" সহ জেলা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মহাবিদ্যালয়গুলোর মধ্যে, "কোচবিহার মহাবিদ্যালয়", "দেওয়ানহাট মহাবিদ্যালয়", "বানেশ্বর মহাবিদ্যালয়" এবং "শীতলকুচি মহাবিদ্যালয়" থেকে ক্যারাটে খেলোয়াড়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের এই সপ্তম তম আন্তঃ মহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতার সম্পূর্ণ দায়ভার, "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়" থথেকে "দিনহাটা মহাবিদ্যালয়" কে হস্তান্তর করা হয়। পাশাপাশি উক্ত "সপ্তম তম আন্তঃ মহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩" পরিচালনার জন্য, দিনহাটা মহাবিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র সাধারণ সম্পাদক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয় কে অনুমতি সাপেক্ষে দায়িত্বভারের অনুমোদন পত্র প্রদান করা হয়। সর্বোপরি এবারের এই "সপ্তম তম আন্তঃ মহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩" "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র সাধারণ সম্পাদক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের নেতৃত্বে সাফল্যের সহিত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দিনহাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, ডক্টর আব্দুল আউয়াল সহ সকলের মুখেই, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" কর্তৃপক্ষ সপ্রশংসা অর্জন করে। শুনে নেব এ'বিষয়ে "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়" পরিচালিত, "সপ্তম তম আন্তঃ মহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩" সর্বতোভাবে, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" কর্তৃক পরিচালনার বিষয়ে "দিনহাটা মহাবিদ্যালয়" -র অধ্যক্ষ, ডক্টর আব্দুল আউয়াল মহাশয় কি জানালেন:-

Category

🥇
Sports

Recommended