গত ১৪-ই আগস্ট ২০২৪ ইংরেজি তারিখ বুধবার, আমাদের এই রাজ্যের স্নেহধন্য মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত, পশ্চিমবঙ্গ সরকারের "নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর" পরিচালিত, বিশ্বশ্রী প্রকল্প কন্যাশ্রীর ১১-তম কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে, কোচবিহার জেলার সর্বোচ্চ প্রশাসক অর্থাৎ জেলা সমাহর্তা, মাননীয় শ্রী অরবিন্দ কুমার মিনা (আই. এ. এস) মহাশয়ের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রভবনে জেলাস্তরীয় কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানে, দিনহাটা মহাকুমার মধ্যস্থিত দিনহাটা ১-নং ব্লকের অন্তর্গত, বড় আটিয়াবাড়ী ১-নং গ্রাম পঞ্চায়েতাধীন পেউলাগুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা নীরেন সরকার ও সুশান্তি সরকারের একমাত্র কন্যা, "জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়" -এর 'দশম' শ্রেণীর 'খ' বিভাগে পাঠরত, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -এ সংগঠনের সাধারণ সম্পাদক এবং জাতীয় মানের ক্যারাটে প্রশিক্ষক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয়ের কাছে ক্যারাটে প্রশিক্ষণরত, শ্রীমতি সুষমা সরকার ক্যারাটেতে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতীয় স্তর থেকে একের পর এক নজরকারা অনন্য সাফল্যের জন্য, জেলাশাসক প্রদত্ত স্বাক্ষরিত শংসাপত্র এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ক্যাশ অ্যাওয়ার্ড জেলা পর্যায়ে কন্যাশ্রীর কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে, জেলার উপ সমাহর্তা মাননীয় শ্রী রবি রঞ্জন মহাশয় (আই. এ. এস) এর হাত থেকে লাভ করে। যেটা "জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়" এর সাথে দিনহাটা বড় আটিয়াবাড়ী ১-নং গ্রাম পঞ্চায়েত তৎসহ দিনহাটা ১-নং ব্লকের পাশাপাশি গোটা দিনহাটা মহাকুমা এবং কোচবিহার জেলার গর্ব। এ প্রসঙ্গে "জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়ের" শারীর শিক্ষা ও কন্যাশ্রী বিভাগের শিক্ষক মাননীয় শ্রী প্রদ্যুৎ মন্ডল মহাশয় সুষমার আগামী দিনের পথ চলায় শুভেচ্ছা বার্তা প্রদান করেন। পাশাপাশি সুষমার ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয় তার আগামীর সুউঁচ্চ সাফল্য কামনা করে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
Category
🥇
Sports