রূপকথার কল্পনাকে হার মানানো যুদ্ধ জয়ের কাহিনী।

  • 2 months ago
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ প্রান্ত উত্তরে জেলা কোচবিহার জেলার একেবারে প্রান্তিক মহকুমা দিনহাটা ১-নং ব্লকের অন্তর্গত, বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থিত, পেউলাগুড়ি গ্রামের নীরেন সরকার ও সুশান্তি সরকারের একমাত্র আদূরে কণ্যা, শ্রীমতি সুষমা সরকার "জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়" -র দশম শ্রেণীর 'খ' বিভাগের ছাত্রী, ক্রমিক নং ২৫। ধারাবাহিকভাবে ২০২৩ সালের প্রথম লগ্ন থেকে সুষমা সরকার, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র অন্তর্গত "ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটে ডু আলটিমেট" কোচিং ক্যাম্পে, জাতীয় মানের খ্যাতনামা ক্যারাটে প্রশিক্ষক ও ০৮ বারের জাতীয়, ০৫ বারের আন্তর্জাতীয় মানের স্বর্ণপদক জয়ী খেলোয়াড় এবং "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয়ের কাছে, ২০২৩ সালের শুরু থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ক্যারাটে প্রশিক্ষণরত অবস্থায় রয়েছে।

এরই মধ্যিখানে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতীয় স্তরীয় ক্যারাটে প্রতিযোগিতার মঞ্চ থেকে, একের পর এক অভূতপূর্ণ ধারাবাহিকতার সাফল্য নিয়ে এসে সকলকে অবাক করে তাক লাগিয়ে দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছে। এসব প্রতিযোগিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সকল প্রতিযোগিতা বিষয়ক সম্পূর্ণ তথ্য ভিডিওতে বর্ণিত করা হইলো।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আপনাদের মূল্যবান মতামত জ্ঞাপনের পাশাপাশি ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে একে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকল ফলোয়ার্স, ভিউয়ার্স ও দর্শক বন্ধুদেরকে রইলো অনেক অনেক শুভেচ্ছা।

Category

🥇
Sports

Recommended