ABP Ananda Live: অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা । কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলি । জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, কয়েকজন পর্যটক আহত: সূত্র । এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি।
অবস্থানে চাকরিহারা শিক্ষাকর্মীরা, সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ
মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরিহারা শিক্ষাকর্মীদের (SSC Protest) অবস্থান অব্যাহত। করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তালা ভেঙে সেই সুলভ শৌচালয়ে ঢুকলেন চাকরিহারারা। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে শিক্ষাকর্মীরাও। করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীা অবস্থান-বিক্ষোভে বসেন। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন শিক্ষা কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাঁদের প্রশ্ন, যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? আর অবস্থানের মধ্যে থেকেই এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। ক্ষিপ্ত চাকরিহারা তালা ভেঙে দেন। এমনকী আশেপাশে দোকানও বন্ধ। এরপর শৌচালয়ে ঢুকলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অবস্থানে চাকরিহারা শিক্ষাকর্মীরা, সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ
মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরিহারা শিক্ষাকর্মীদের (SSC Protest) অবস্থান অব্যাহত। করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তালা ভেঙে সেই সুলভ শৌচালয়ে ঢুকলেন চাকরিহারারা। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে শিক্ষাকর্মীরাও। করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীা অবস্থান-বিক্ষোভে বসেন। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন শিক্ষা কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাঁদের প্রশ্ন, যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? আর অবস্থানের মধ্যে থেকেই এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। ক্ষিপ্ত চাকরিহারা তালা ভেঙে দেন। এমনকী আশেপাশে দোকানও বন্ধ। এরপর শৌচালয়ে ঢুকলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
Category
🗞
NewsTranscript
00:00জে বরোখ পরেদ দেকে আমাদে নজোর রোয়েছে আপনাদে জেমনটা জানা ছিলা মাকে পারে অমননাত জাত্টার আগেই কাশমিরে পর্চটক দেরু�
00:30আমনটাই আমনটাই মনেকারা হতে জদেও শেনা ভাহিনি এই মহুর্তে ঘিরে রেখেছে গোটা এলাখা
00:42জাত্কা কেনি একে একা মেটাই হমলা থা জয়ে পরেটকেনি গর্টাই গর্তে গরেযাই জসমে কুছে পরেটকে জাত্যা ইপাইডাই হয়াকাই ইদ�
01:12আদেকারাইকারাই তো্য় লগে তোকে পন্যে চার লোক এর মেডেশালেযে আদিসধান্ন ইকাটারে চারান্ন সাঐডাটারাবয়ে পূন্ন্ন জাজ
01:42তোত্য়াঁার তো ্যགগি তোছ্ত্য্ত্য়াশ্য়ারা কে কাক্যে কেযে তারান গেড্য়াস্য়া retrouver গায়ারায়াট্য়াক্য়ে তোত্য়�
02:12আপ্রার শুনেন জে আখনো পর্জন্তো জে খাবো চার্জন পর্জটো কেই খাজনায় আহতো হয়েছে নেবো গোটা এলা কাইম হট্টে ঘিরারেখা
02:42প্ষেমেস্যেল চার্ ক্য়েচের আপাটারার্য়ো হিরা মহাত্য়ে হাক্ল ত্য়েরা হিরার্ট্যাচর্টে আপিচ্ট্েয্বেবে মাক
03:12সযবাুটাথল!