চরে আবাদ করে সফলতার মুখ দেখছেন ইয়াছিন || jagonews24.com

  • 3 years ago
বর্তমানে চরে ফসলের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ধান ও মরিচের আবাদ করছেন কৃষকরা। চরে ধান আবাদ করে সফলতার মুখও দেখছেন তারা। তেমনি এক কৃষক ইয়াছিন। কৃষি কাজ করেই সংসার চালান তিনি। কিন্তু নিজের জমিতে নয়। তিনি ফসল ফলান চরের জমিতে। ৪৯ বছর বয়সি ইয়াছিন গত তিন বছর ধরে পদ্মা, মেঘনার চরে আবাদ করে আসছেন। পূর্বে তার পেশা ছিল মাছ ধরা। কিন্তু মৌসুমে এখন তিনি ধান ফসলের আবাদ করেন।

ভিডিও ধারন - রিফাত কান্তি সেন
নেপথ্য কণ্ঠ - মরিয়ম আক্তার

#jagonews24 #chandpur