• 4 years ago
মনের মতো সাজানো গোছানো একটি শোয়ার ঘর কার না পছন্দ। সাধ্য অনুযায়ী নিজের মতো করে এটি সাজাতে চান সবাই। সঙ্গে যদি একটু আভিজাত্যের পরশ বুলিয়ে দেয়া যায়, তাহলে তো কথাই নেই। নিজ ঘরে নেমে আসে স্বর্গীয় সুখ।

এবারের বাণিজ্য মেলায় সেই স্বর্গীয় সুখ দিতে নান্দনিক নকশা আর মানসম্মত আসবাবপত্র নিয়ে এসেছে দেশের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান। এসব আসবাবপত্রের মধ্যে অন্যতম দামি খাটের সন্ধানে খোঁজ মিলে ‘রাজকীয়’ নামের খাটের। এ রাজকীয় খাট কিনতে চাইলে ভ্যাটসহ ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২৮ হাজার টাকা।

বিস্তারিত- https://www.jagonews24.com/economy/news/555520

#jagonews24
#JagoLIfe

Category

🗞
News

Recommended