ABP Ananda Live: আমিও খুন হয়ে যেতে পারি। বেলঘরিয়া শ্য়ুটআউটকাণ্ডে খোদ তৃণমূল কাউন্সিলরই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, পুলিশকেও নিশানা করেছেন তিনি। গুলি চালানোর ঘটনায় ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও কাউন্সিলরের বক্তব্য - ভুল কেস সাজানো হচ্ছে, ভিকির নামে।
Category
🗞
News