• 16 hours ago
ABP Ananda Live: বাংলায় ১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকা রয়েছে, দাবি করেছিল রাজ্য বিজেপি। পাল্টা এপিক নং ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তুলেছিল তৃণমূল সুপ্রিমো।  যদি কার পাল্লা ভারী ? বোঝাতে বাংলায় তোলপাড় ফেলে, এবার ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে রাজ্য বিজেপির ১০ জন সাংসদ।  ভুতূড়ে ভোটার ইস্যু, হিংসা ইস্যু সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন কমিশনে সুকান্ত মজুমদার। ভুতুড়ে ভোটার ইস্যুতে এদিন সুকান্ত মজুমদার প্রশ্ন তুলে বলেন, 'কারা মারা যাচ্ছে, শ্মশানে-কবরস্থানে ডেটা এন্টি হওয়ার পরেও কেন সেই নামগুলি বাদ যাবে না ?' পাশাপাশি বিজেপি নেতার সংযোজন, ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জলঘোলা করার চেষ্টা করছে, আমি আগেই বললাম আমার নামে যদি ..আপনার সঙ্গে আমার  এপিক কার্ড যদি এক হয়,  আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারব।

Category

🗞
News

Recommended