ABP Ananda LIVE : পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার 'নির্দেশ'। 'মুখ্যমন্ত্রী চান পদ ছাড়ুন, ফোন করে বলেছেন ফিরহাদ'। 'কেন হল বুঝতে পারছি না, আমি চক্রান্তের শিকার'। ফিরহাদের 'নির্দেশ' নিয়ে দাবি পুরপ্রধান মলয় রায়ের। এব্যাপারে মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
Category
🗞
News