ABP Ananda LIVE: SFI নেত্রীকে পুলিশি নির্যাতনের অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট । সমস্ত ফুটেজ খতিয়ে দেখতে IPS মুরলীধর শর্মাকে নির্দেশ বিচারপতির । ২৫ মার্চের মধ্যে IPS মুরলীধর শর্মার কাছে রিপোর্ট তলব হাইকোর্টের । যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে 'আক্রান্ত' SFI । SFI নেত্রীর উপর অত্যাচারের অভিযোগে মহিলা থানার OC-র রিপোট তলব । ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, ২৬ মার্চ শুনানি । পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে আটক করে মারধর, কটূক্তির অভিযোগে মামলা । 'এটা কি পুলিশ করতে পারে? এর আগে স্যালাইনকাণ্ডেও হেনস্থার শিকার' । পুলিশের বিরুদ্ধে FIR করতে চেয়ে হাইকোর্টে আবেদন SFI নেত্রী সুচরিতা দাসের । 'অনুসন্ধান ছাড়া OC-র বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলে সমস্যা তৈরি হবে' । পুলিশের বিরুদ্ধে FIR-এর আবেদন নিয়ে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের
Category
🗞
News