• 16 hours ago
ABP Ananda Live: ২০১৯ সালে লোকসভা ভোটে বাংলায় দুর্দান্ত ফল করেছিল বিজেপি। তারপর ২০২১-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কাউকে কাউকে তো চাটার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে যোগদান করানো হয়েছিল। জায়গায় জায়গায় করা হয়েছিল যোগদান মেলা। কিন্তু খেলা ঘুরে যায় ২০২১-এর ভোটের ফলের পর। বিপুল আসনে জিতে ফের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা ভোটেও ভাল ফল করেছে তৃণমূল। একুশের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার যে হিড়িক পড়ে গিয়েছিল, ছাব্বিশের নির্বাচনের আগে তারই কি উল্টো স্রোত দেখা যাচ্ছে? তাপসী মণ্ডলের এদিনের দলবদল সেই প্রশ্ন তুলে দিয়েছে নানা মহলে।

Category

🗞
News

Recommended