ABP Ananda LIVE : মালদায় সিভিক ভলান্টিয়ারের মারধরের ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন সিভিক ভলান্টিয়াররা। ২০২১ সালে, ছিনতাইকারী সন্দেহে এক্সাইড মোড়ে রাস্তায় ফেলে যুবককে মারতে দেখা যায় এক সিভিক ভলান্টিয়ারকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়--- ওই যুবকের বুকে বুট পরা পা তুলে দেন সিভিক ভলান্টিয়ার। ২০২৩ সালে, রাজ্য় পুলিশের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়--- আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। কিনতু, তারপরও পঞ্চায়েত ভোটের মনোনয়ন-পর্বে সেই সিভিক ভলান্টিয়ারদের দেখা গেছিল পুলিশের সঙ্গে ঘুরে ঘুরে অশান্তি সামাল দিতে। সিভিক ভলান্টিয়ার নিয়ে বিভিন্ন সময়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে আদালতও। আর জি কর-মামলার শুনানিতে সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, এটা একটা সুন্দর ব্যবস্থা যেখানে, রাজনৈতিক মদতপুষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে! আবার আনিস খানের মৃত্য়ু-মামলায়, কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তৎকালীন অ্য়াডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত মত হিসাবে বলেছিলেন, রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত।
Category
🗞
News