সেই কবে আনন্দ ছবিতে রাজেশ খন্না বলেছিলেন... জীবনের রঙ্গমঞ্চে আমরা সবাই কাঠপুতুল। কিন্তু মুখে বলা আর বাস্তবে তাই হয়ে যাওয়া! হ্যাঁ বাস্তবে রঙ্গমঞ্চে কাঠপুতুল হয়ে গেলেন সুপারস্টারের কাকার সুপারস্টার জামাই অক্ষয় কুমার। আক্কির এই নতুন ছবি তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের কথা মাথায় রেখেই। তারই ট্রেলার লঞ্চে সবাইকে চমকে দিলেন অক্ষয় কুমার।
Category
😹
Fun