• 4 years ago
PLA Soldiers 'Crying' Video Viral: বেশ কয়েকমাস ধরে পূর্ব লাদাখে ইন্দো-চীন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। দিন যত এগোচ্ছে ততই সীমান্ত এলাকায় সাঁজোয়া ট্যাঙ্কে ভরিয়ে দিচ্ছে চিন। ভারতও কম যায় না, যুদ্ধবিমান রাফাল উড়ে গিয়েছে লাদাখের উদ্দেশে। এদিকে যুদ্ধের দামামার আঁচ পেয়ে লাদাখ সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েই চলছে চিনি। ভারতের সঙ্গে লালফৌজের (PLA Soldiers) খুব শিগগির যুদ্ধ লাগবে, এমন খবরে ছেয়েছে চিন ও তাইওয়ানের সংবাদ মাধ্যমগুলো।


#PLASoldiers
#India-ChinaBorder
#LatestLYBangla

Category

📺
TV

Recommended