• 5 years ago
২৫ সেপ্টেম্বর পুনরায় জারি হচ্ছে লকডাউন (Lockdown), এই ভাইরাল পোস্টই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে এও লেখা, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) সরকারকে ২৫ সেপ্টেম্বর থেকে আবার লকডাউন জারি করার নির্দেশ দিয়েছে। পোস্টে এনডিএমএ, পিএমও ও স্বরাষ্ট্রমন্ত্রক সহযোগে ৪৬ দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছে। যা ২৫ সেপ্টেম্বর মধ্যরাত থেকে প্রযোজ্য। জানা গেছে এই ভাইরাল পোস্টটি ভুয়ো। এমন কোনও লকডাউন ঘোষণা করা হয়নি কারও তরফে।


#LockdownAgain
#PIBFactCheckOnLockdown
#LatestLYBangla

Category

📺
TV

Recommended