• last year
ফাইনালের আগে বিগ বসের ঘর থেকে আউট ভিকি জৈন। অঙ্কিতা লোখন্ডে যখন এখনও ক্রিজে রয়েছেন, সেই সময় ভিকিকে ঘরের বাইরে বেরিয়ে যেতে হয়। ভিকি জৈন আউট হতেই, তাঁকে দেখা গেল অন্য মুডে। বসের ঘর থেকে বেরনোর পর ভিকি দেখা করেন সানা রইস খান, ঈশা মালব্য, আয়েষা খানদের সঙ্গে।

Category

😹
Fun

Recommended