দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছোট্ট ইউভান এবার দাদা হচ্ছে বলে সম্প্রতি সুখবর জানান শুভশ্রী এবং রাজ। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সম্প্রতি সাধের অনুষ্ঠানও হয়ে যায় নায়িকার। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেন রাজ, শুভশ্রী। এবার শুভশ্রী পোস্ট করলেন আদুরে ভিডিয়ো।
Category
😹
Fun