Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/10/2025
ABP Ananda Live: '১ মার্চ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন ইন্দ্রানুজ'। যা নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক মোড় নিয়েছে। আজই হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ। 'KPC হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে বাড়িতে', এমনই জানালেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজের বাবা। 




সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে উঠতে পারে ইস্যু






আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ভুয়ো ভোটার ইস্যুতে এপিক-কারচুপির অভিযোগে সরব হতে পারে তৃণমূল। সংসদের উভয় কক্ষেই মুলতুবি প্রস্তাব এনেছে তারা। এই নিয়ে প্রথম দিনই উত্তাল হতে পারে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এর পাশাপাশি, জাতীয় শিক্ষা নীতিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগে তামিলনাড়ুর শাসক দল DMK সংসদে সরব হবে। অন্যদিকে, হিংসাদীর্ণ মণিপুরের জন্য বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আজ লোকসভায় বক্তব্য পেশ করবেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী।

Category

🗞
News

Recommended