ABP Ananda LIV: 'টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের'। 'কুমোরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় মা-মেয়ের লোভের শিকার পিসি শাশুড়ি' । 'কলকাতা, লেকটাউন ও অসমের জোড়হাটে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সুমিতার' । 'সম্পত্তি, সোনার গয়না এবং টাকাপয়সা হাতাতেই সুমিতাকে খুনের ছক' । তদন্তে অনুমান মধ্যমগ্রাম থানার । কুমোরটুলিতে দেহ উদ্ধারকাণ্ডে আরও নতুন তথ্য । 'খুনের পর দেহ থেকে গয়না খুলে নিয়ে গিয়ে মধ্যমগ্রামে আড়াই লক্ষাধিক টাকায় তা বেচে দেয় মা-মেয়ে'। 'বিনিময়ে নতুন গয়না কেনা হয়, বউবাজার থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকার গয়নার অর্ডারও দেওয়া হয় । 'খুনের পর অনলাইনে সুমিতার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তোলাও হয়েছিল' । 'সুমিতা ফিরে গেছেন বোঝাতে খুনের আগেই তাঁর নামে জোড়হাটে যাওয়ার টিকিট কাটা হয়েছিল' । ট্রলিব্যাগে দেহ উদ্ধার তদন্তে মিলেছে চমকপ্রদ এই সব তথ্য, খবর পুলিশ সূত্রে
Category
🗞
News