• 2 days ago
ABP Ananda Live: পুলিশ পরিচয়ে মাছ ও সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠের অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিউ ব্যারাকপুর পুরসভার কাছে ৮ নম্বর রেলগেটে উত্তেজনা। অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়। এরপর এক সবজি ব্যবসায়ীর বাইক থামিয়ে তাঁকে মারধর করে সাড়ে ৬ হাজার টাকা লুঠের অভিযোগ। ২ তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। CC ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি, নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 







যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ




যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। যাদবপুরকাণ্ডে ঘটনার ফুটেজ নিয়ে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর সৃজনের বাগ্‍‍যুদ্ধ অব্যাহত। সৃজন জানিয়েছেন, তাঁর কাছে যা ছবি এবং ভিডিও ফুটেজ আছে, তা নিয়ে থানায় যেতে বলা হয়েছে। আজ সন্ধেয় যাদবপুর থানায় যাবেন বলে সৃজন জানিয়েছেন।

Category

🗞
News

Recommended