ABP Ananda LIVE: কেউ মারা গেছেন ৭ বছর আগে, কেউ ৪ বছর, কেউ ৩ বছর আগে । তবু ভোটার তালিকায় জ্বলজ্বল করছে সবার নাম! এবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভোটার তালিকায় মিলল ১৯ জন মৃত ভোটারের নাম! দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় । 'মৃতদের পরিবারের তরফে আবেদন জানানো সত্ত্বেও কেন নাম কাটা হয়নি?' । নির্বাচন কমিশনের দিকেই আঙুল তৃণমূল নেতার । বিজেপির কটাক্ষ, মৃত ভোটারদের জায়গায় এতদিন ধরে শাসকদলের লোকজনই ভোট দিয়েছে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা চলছে, দাবি বিজেপির
Category
🗞
News