ABP Ananda LIVE : নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে ইতিমধ্য়েই সামনে এসেছে একের পর এক চাঞ্চল্য়কর তথ্য়! সেই তালিকায় এবার নতুন সংযোজন। এই চার্জশিটে সিবিআই দাবি করেছে, টাকা নিয়েও, অনেক প্রার্থীকে চাকরি দিতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র এবং অরুণকুমার হাজরা। চাপের মুখে, টাকা ফেরত দিতে, বেহালার ম্য়ান্টনে জমি বিক্রি করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে সেখানেও রয়েছে একটা ফাঁক। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে, জমি সাড়ে ৩ কোটি টাকায় বিক্র করা হয়। কিনতু, সেল ডিডে কনসিডারেশন অ্য়ামাউন্ট দেখানো হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা।
Category
🗞
News