ABP Ananda LIVE : থানায় পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে, কাল হাইকোর্টে মামলা করেছেন মেদিনীপুরের SFI নেত্রী সুুচরিতা দাস। এবার একই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন, DSO নেত্রী সুশ্রীতা সোরেন। থানায় নিয়ে গিয়ে হাত জ্বলন্ত মোম ঢেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন তিনি। সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই দুটো মামলার শুনানি হবে।
Category
🗞
News