• 2 days ago
ABP Ananda LIVE : সম্প্রতি, গুণমান যাচাইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া ওষুধের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO. সেখানে যা তথ্য় পাওয়া যাচ্ছে, তা দেখে অনেকেরই ঘুম উড়েছে। গত তিন মাসে দেশ তিনশো তিরানব্বইটা ওষুধ ডাঁহা ফেল করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়! তিন মাসে, তিনশো তিরানব্বইয়ের মধ্য়ে বাংলায় ফেল করা ওষুধের সংখ্যা ছেষট্টি! অনেকেই বলছেন, কেন্দ্র তো ধারাবাহিকভাবে খারাপ গুণমানের ওষুধ ধরে ফেলছে, কিন্তু রাজ্য় কেন তা পারছে না? CDSCO-র রিপোর্টে বলা হয়েছে, গুণমান পরীক্ষায় সুগার নিয়ন্ত্রণে রাখার ওষুধ, রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন, সর্দি-কাশি-অ্যালার্জির ওষুধ, রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত হেপারিন ইঞ্জেকশন, হৃদরোগ ও স্নায়ু রোগে আক্রান্তদের রক্ত তরল রাখার ওষুধ, প্যারাসিটামল, প্লেটলেট নিয়ন্ত্রণে রাখার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ-সহ গুচ্ছ গুচ্ছ চেনা ওষুধ পরীক্ষায় উতরোতে পারেনি।

Category

🗞
News

Recommended