• last year
নয়নের জলে যে কথা জানাই সে ব্যথা,
তুমি যখন কাছে আসো, হৃদয়ে বাজে সুরের কথা।
চোখের জল, যেন নদীর ঢেউ,
প্রেমের পাখির গান, উড়ে যায় অজানায়।

হৃদয়ের কোণে লুকানো স্বপ্ন,
তোমার হাসিতে খুঁজে পাই,
অমলিন প্রেমের রং,
অন্ধকারে জ্বলে ওঠে দীপশিখা।

বাতাসে ভাসে তোমার নাম,
স্মৃতির মাঝে ঘুরে ফিরে আসে,
একটি নিঃশ্বাসে, হাজার গল্প,
নয়নের জলে লেখা, আমাদের প্রেমের ইতিহাস।

যখন তুমি দূরে, মনে হয় এক যুগ,
অন্তর থেকে উঠে আসে,
তোমার জন্য এই ব্যথা,
নয়নের জল, আর কিছু নয়, শুধু ভালোবাসার চিহ্ন।

নয়নের জলে যে কথা জানাই সে ব্যথা,
তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
যখন দেখি তোমার মুখ,
সব দুঃখ ভুলে যাই, শুধুই প্রেমে ডুবি।

Category

🎵
Music

Recommended