• 3 years ago
যান্ত্রিক এই শহর জুরে,
ভালবাসা হয়েছে ফ্যাকাশে ভীষন।
যায়না বলা হাজার কথা,
কতনা অনুভুতির হচ্ছে মরন।
ছুঁটে সময়েরা প্রেম বোঝেনা,
বোঝে শুধু চাওয়া পাওয়ার খেলা,
ভালোবাসা দিনে দিনে হচ্ছে উধাও,
হৃদয়ের জানলায় অবহেলা।
তুমি আমার জন্য একটা বার,
চিঠি লিখতে বোসো টেবিলে,
প্রতিটি অক্ষরে অভিমান দিও,
মান ভাঙ্গাবো আমি সময় পেলে।
তুমি আমার জন্য একটা বার,
চিঠি লিখতে বোসো টেবিলে,
প্রতিটি অক্ষরে ভালোবাসা দিও,
জমিয়ে রাখবো আমি তিলে তিলে।।

অপেক্ষার প্রহর কাটেনি সহজে,
ভাবনায় খুঁজে যাওয়া দুচোখ বুজে,
রাস্তার মোরে করা পায়চারি আর,
লোক দেখানো শত কাজে।
তুমি আমার জন্য একটা বার,
ছাদে এসো কোনো বিকেলে,
চোখের ঈশারায় কিছু কথা বোলো,
বুঝে নেবো ঠিকি দুজন মিলে।
তুমি আমার জন্য একটা বার,
চিঠি লিখতে বোসো টেবিলে,
প্রতিটি অক্ষরে ভালোবাসা দিও,
জমিয়ে রাখবো আমি তিলে তিলে।।

গোলাপ মোড়ানো একটা কাগজে,
স্পর্শ তোমার ভাজে ভাজে,
চোখের জলে ভিজে শব্দ গুলো,
হৃদয়ে দারুন সুখের খোঁজে।
তুমি আমার জন্য একটা বার,
বৃষ্টি দেখো সব কাজ ফেলে,
মেঘেদের সাথে কিছু প্রিয় কথা বোলো,
বুঝে নেব আমায় ভেবেছিলে।
তুমি আমার জন্য একটা বার,
চিঠি লিখতে বোসো টেবিলে,
প্রতিটি অক্ষরে ভালোবাসা দিও,
জমিয়ে রাখবো আমি তিলে তিলে।।

Category

🎵
Music

Recommended