• 8 months ago
গত ২৬ শে জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার, ভারতবর্ষের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে, "প্লাটিনাম জয়ন্তী বর্ষ" উদযাপনায়। সারা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ প্রান্ত কোচবিহার জেলার প্রান্তিক মহকুমা, দিনহাটা মহকুমা প্রশাসনের প্রশাসনিক উদ্যোগে আয়োজিত। দিনহাটা শহরের প্রাণকেন্দ্র সংহতি ময়দান (Haller Math) প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে, চিরাচরিত ঐতিহ্যগত ধারাবাহিকতাকে বজায় রেখে প্রত্যেকবারের ন্যায় এবারেও আমাদের, "All Bengal Sports Karate Do Federation" -র সাধারণ সম্পাদক, মাননীয় শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয়ের নেতৃত্বে, "আধুনিক নারী সভ্যতার উত্থানে ক্যারাটের" ভূমিকা থিম কে সামনে রেখে, সংগঠনে ক্যারাটে প্রশিক্ষণরত শুধুমাত্র অনুমোদনপ্রাপ্ত ছাত্রীরাই, উক্ত ক্যারাটে প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

Category

🥇
Sports

Recommended