• 2 years ago
Bengali Poem, Monglir kotha kobita lyrics written by Debabrata Singha বাংলা কবিতা, মংগলির কথা লিখেছেন দেবব্রত সিংহ। আঞ্চলিক ভাষায় অনবদ্য একটি কবিতা
"মংলীর কথা"
কবি : দেবব্রত সিংহ

এই কনটাকটর বাবু এক গেলাস জল হবেক
পাথরখাদানে কাজ করছিলম

বড় পিয়াস লাগেছে,
আমার নাম মংগলি গো মংগলি
আমাকে ইখানে সবাই চিনে
ওই যে তুমাদে পবনা আছে না
উ আমার দাদা লাগে,

না না আমার আখন বসার সময় নাই
তুমি জল দিবে ত দাও
অমন হাঁ করে অত দেখছ কী,

কী বলছ আমার বিহা
তার আখন কী
সে কবে ছুটুবেলাতে হইছিল
তাবাদে মরদ আমাকে ছাড়ে দিইছে
আর লিয়ে যায় নাই
ইসব খুব দুখের কথা,
তবে তার লাগে পরবদিনে লাচ করা আমি ছাড়ব ক্যানে
আঃ কী যে বলঅ
আমাদে ঘরে লাচ দেখতে আসবে তুমি
হাসালে দেখছি কনটাকটরবাবু,
তাবাদে একদিন সত্যি তুমি লাচ দেখতে চলে আলে
তারপর শাড়ি দিলে গয়না দিলে
ভালবাসা দিলে,

Category

😹
Fun

Recommended