• 9 years ago
BLACK - a Bangladesh-India Join-Venture Movie, starring Soham Chakraborty & Bidya Sinha Saha Mim and directed by Raja Chanda.

ঢাকাই ছবিতে যুক্ত হচ্ছে আরেকটি যৌথ প্রযোজনার ছবি। কলকাতার রাজা চন্দ ও বাংলাদেশের কামাল মোহম্মদ কিবরিয়া লিপুর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘ব্ল্যাক’। এতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করছেন ঢালিউডের বিদ্যা সিনহা মিম ও টালিগঞ্জের সোহম চক্রবর্তী। ১৫ জুন ছবিটির মহরত অনুষ্ঠিত হল রাজধানীর ভিক্টোরিয়া হোটেলে। ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের কিবরিয়া ফিল্মস এবং কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
রকেট, মিম, সোহম
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নেতা নাসির উদ্দিন দিলু, কে এম আর মঞ্জুর, মুশফিকুর রহমান গুলজার, অমিত হাসান, সোহানুর রাহমান সোহান সহ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা।
কলকাতার প্রযোজক রানা সরকার অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পরিচালক রাজা চন্দ অনুষ্ঠান উপস্থিত থাকতে পারেননি। তবে রাজা চন্দ একটি অডিও বার্তার মধ্য দিয়ে সবার কাছে আশীর্বাদ চান।
ছবিটির মহরতে অংশ নিতে প্রথমবারের মত বাংলাদেশের আসেন নায়ক সোহম। তার সঙ্গে মহরতে অংশ নেন বিদ্যা সিনহা মিমও।
চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

See More: http://www.dhallywood24.com/17308

Category

🎵
Music

Recommended