• 2 years ago

পুজোর ভিড়ে ইভটিজিং রুখতে দাওয়াই চন্দননগর পুলিশের। পুজোয় থাকছে এন্টি টিজিং টিম।
। এদিন উত্তরপাড়ায় কয়েকটি বড় মণ্ডপ পরিদর্শন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণে কী ব্য়বস্থা তা খতিয়ে দেখেন। তিনি জানান, চন্দননগর পুলিশ এই
ইভটিজিং রুখতে স্পেশাল অ্যান্টি টিজিং টিম তৈরি থাকবে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ কর্মীরা যেমন থাকবেন, অপরাধ ঠেকাতে থাকবে অ্য়ান্টি ক্রাইম টিমও।

Category

🗞
News

Recommended