শিলিগুড়িতে তারাপীঠ মন্দিরের আদলে গণেশ পুজো মণ্ডপ। প্রতিবছরই শহরের বিভিন্ন ক্লাব, সংগঠন গণেশ পুজো করে থাকে। এবার ৩৮ নম্বর ওয়ার্ডে সংহতি মোড় গণেশ পুজো কমিটির তরফে তারাপীঠ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এমনকি প্রতিমাও রাখা হয়েছে থিমের আদলে। যেখানে মা তারাকে লাড্ডু খাওয়াতে দেখা যাচ্ছে গণেশকে। উদ্যোক্তারা জানান, প্রায় ১.৫-২ লক্ষ টাকায় মণ্ডপ তৈরি হয়েছে।বুধবার থেকে শুরু হয়েছে পুজো। চলবে চারদিন ধরে। মন্ডপ দেখতে ভিড় দর্শনার্থীদের।
Category
🗞
News