হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই ডাকসাইটে অভিনেত্রী দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন। ১৯৫২ সালে শিশুশিল্পী হিসেবেই বলিউডে প্রথম পদক্ষেপ আশা পারেখের। ঠিক সাত বছরের মাথায় ১৯৫৯ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। শাম্মি কাপুরের বিপরীতে দিল দেকে দেখো তাঁকে রাতারাতি স্টার করে দেয় তাঁকে। আশাই ছিলেন সেনট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রথম মহিলা চেয়ারপার্সন। ১৯৯৫ সালে অভিনয়ের দুনিয়া থেকে একেবারেই সরে আসেন। ১৯৯২ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল।
Category
✨
People