মাঝে আর কটা দিনের অপেক্ষা তারপরেই দুর্গাপুজোয় মাতবে আপামোর বাঙালি। পুজো শুরুর আগে এক নজরে দেখে নিন পুজোর নির্ঘন্ট। মূলত দুই মতে হয়ে থাকে দুর্গা পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবং গুপ্তপ্রেস পঞ্জিকা মতে। প্রথমে দেখে নেব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দুর্গাপুজোর নির্ঘন্ট। ১ অক্টোবর শনিবার রয়েছে দুর্গাষষ্ঠী। সকাল ৭.০১ মিনিট থেকে ৯.২৮ মিনিটের মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো। সন্ধ্যায় দেবীর বোধন এবং আমন্ত্রণ ও অধিবাস।
Category
🗞
News