খ্যাতির বিড়ম্বনায় মাঝেমাঝেই মেজাজ হারাতে দেখা যায় তারকাদের। কিন্তু হৃতিক রোশন একেবারে উলটো ছবি তুলে ধরলেন। মঞ্চের উপরে উচ্ছ্বসিত ভক্তকে অবাক করে তাঁকে প্রণাম করতে দেখা গেল বলিউডের ‘গ্রিক গড’কে। শনিবার একটি ইভেন্টের মঞ্চে হৃতিক এক অনুরাগীকে একটি গুডি ব্যাগ তুলে দেন। এরপর সেই অনুরাগী প্রণাম করেন হৃতিককে। সঙ্গে সঙ্গে তাঁকে অবাক করে হৃতিকও প্রণাম করেন ওই ভক্তকে। নেটমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও মুগ্ধ হয়ে যান।
Category
😹
Fun