বেলুড় মঠের প্রথা অনুযায়ী প্রত্যেক বছরই জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজো হয়ে থাকে। গত ২ বছর করোনা আবহে আয়োজন নমো নমো করে সারা হলেও, এবছর ছিল এলাহি আয়োজন। এদিন ভোরবেলা মূল মন্দিরে মঙ্গলারতির পরেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর এই কাঠামোটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়।
Category
🗞
News