গোরু পাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । নিজাম প্যালেসে (Nizam Palace) লাগাতার চলছে জেরা। এবার অনুব্রত মণ্ডলের মেয়েকে সুকন্যাকেও (Anubrata Mondal Daughter) জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা বলে দাবি সূত্রের। জানা গিয়েছে, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার মেয়ের নামেও বেশ কিছু বড় সম্পত্তির হদিশ পেয়েছে গোয়েন্দারা। সেই সংক্রান্ত বিষয়েই বোলপুরে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়েকে জেরা করতে চান গোয়েন্দারা।
Category
🗞
News