সপ্তাহান্তে টানা তিনদিন ছুটি। শনি, রবিবারের সঙ্গে বাড়তি পাওনা হল সোমবারও। কারণ ওইদিন স্বাধীনতা দিবস (75th Independence Day)। আর সেই উপলক্ষে টানা তিনদিন ছুটি পেয়েছেন অনেকেই। সেই ছুটি হাত ছাড়া করতে চাইছেন না ভ্রমণ প্রিয় মানুষ। তাই কাছে পিঠে পর্যটন কেন্দ্র (Tourist Place) হিসেবে সমুদ্র সৈকত (Sea Beach) দিঘাকেই বেছে নিয়েছেন অনেকেই। আর তার জেরে শনিবার থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে দিঘায়। সকাল থেকেই দিঘা স্টেশনে (Digha Station) উপচে পড়েছিল পর্যটকদের (Tourist) ভিড়। আর তার সঙ্গে সমুদ্র সৈকতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। রবিবার এই ভিড় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Category
🗞
News