CPIM-এর রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন, "যথেষ্ট সময় অতিবাহিত করার পর, অজস্র টাকা দেশে বিদেশে পাচার হওয়ার পরেও, হাত দিতেই এই পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে। এই টাকা আসলে লুঠের টাকা, তোলাবাজি সহ অসহায় চাকরিপ্রার্থীদের থেকে মোটা ঘুষ নেওয়া টাকা।"