বাড়িতে রাশি রাশি টাকা, পরিমাণটা ২১ কোটি। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল অর্থই উদ্ধার করেছে ED। কোথা থেকে তাঁর কাছে এল এত টাকা? উঠছে এই প্রশ্ন। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে ED। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়।
Category
🗞
News