২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুড়ি নিয়ে প্রতিবাদ। সামনে দলীয় কর্মী সমর্থকদের থেকে মুড়ি চেয়ে নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কেন্দ্রে বিরুদ্ধে GST নিয়ে সুর তুলেছিলেন তিনি। এদিকে গ্রাম থেকে জলযোগের জন্য আনা মুড়ি যে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার 'সৌভাগ্য' হবে, তা কোনওদিন ভাবতেও পারেননি পূর্ব বর্ধমানের আউসগ্রামের দেবাশিস মুখোপাধ্যায় এবং নিরঞ্জন পাল।
Category
🗞
News