জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারই একমাত্র লক্ষ্য ঝাড়গ্রামের কানুদার৷ জঙ্গলমহলে এই বৃদ্ধের ভ্রাম্যমান বই স্টল রয়েছে৷ মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের কোনও সভা থাকলেই জনতার ভিড়ে দেখা যায় ৬৫ বছরের কানুদাকে৷ মুখ্যমন্ত্রীর বই বিক্রি করাই তাঁর পেশা ও নেশা৷ তৃণমূল দলের জন্মলগ্ন থেকেই তিনি এই কাজ করে যাচ্ছেন৷ কানুবাবু তৃণমূলের পুরনো দিনের একনিষ্ঠ কর্মী৷
Category
🗞
News