করোনার কাঁপুনি। গত কয়েকদিন ধরেই দুই হাজার ছুঁই ছুঁই করছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু, এবার তা আড়াই হাজার ছাপিয়ে গেল। বাড়ল কোভিড মৃত্যুও। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৫৯ জন এবং এই সময়ে করোনা প্রাণ কেড়েছে পাঁচ জনের। গতকালও রাজ্যে কোভিড মৃত্যুর পরিসংখ্যানটা ছিল তিন জন এবং আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯১৫ জন। করোনা সংক্রমণের পাশাপাশি কোভিড মৃত্যুর বাড়বাড়ন্তও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড মুক্ত হয়েছেন ৯৮৩ জন।
Category
🗞
News