কিয়ারা আডবাণী যে সব সময়েই ফ্রেশ অ্যাজ ডেইজি থাকেন, সে বিষয়ে কারও কোনও সন্দেহ নেই। কিন্তু অনেকেই ভাবেন সিনে স্টাররা মেকআপ ছাড়া থাকতেই পারেন না। কিয়ারা কিন্তু সেই ধারণা বার বার ভুল প্রমাণিত করেন। বিনা মেকআপেও তিনি বিন্দাস ফটো জার্নালিস্টদের সামনে আসতে পারেন।