• 3 years ago
রাজ্যে করোনার তৃতীয় ঢেউ (Third Wave of Corona) আছড়ে পড়ার পর রাজ্যের একাধিক হাসপাতালেই কোভিড বিভাগ (Covid Ward) চালু করা হয়েছিল। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কোভিডবিধি তুলে নেওয়া হয়েছিল। তারপর আবারও সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়া হয়েছিল হাসপাতাল। এদিকে এই মুহূর্তে রাজ্যে আবারও বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই। সম্প্রতি করোনায় আক্রান্ত হন বরাহনগরের এক বাসিন্দা লক্ষ্মীরানি দাস। তাঁকে ভর্তি করা হয় পানিহাটি হাসপাতালের (Panihati Hospital) জেনারেল মহিলা ওয়ার্ডে। এদিকে সাধারণ ওয়ার্ডে কোভিড রোগী ভর্তি করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে ভর্তি হওয়া অন্য রোগীরা। হাতে স্যালাইনের বোতল নিয়েই ওয়ার্ড থেকে বেরিয়ে যান তাঁরা।

Category

🗞
News

Recommended