হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কার্নিশে উঠে গিয়েছিলেন লেকটাউনের বাসিন্দা সুজিত হালদার। সেখানে দীর্ঘক্ষণ বসে থাকার পর কার্নিশ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া সেই দৃশ্য এখনও ভুলতে পারছেন না অনেকে। কিন্তু, পরিবারের লোকজনদের ঘুম উড়েছে অন্য চিন্তায়। আগের রাত পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলা ছেলেটার হলটা কী? উত্তর হাঁতড়াচ্ছে হালদার পরিবার।
Category
🗞
News