চলতি বছর ১৩ মার্চ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে হত্যার ঘটনায় আলোড়ন পড়েছিল গোটা রাজ্যে। তাঁর মৃত্যুর পর রবিবার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুরভোটে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে প্রার্থী করেছে কংগ্রেস। আর নির্বাচনের দিন কাকার কথা খুবই মনে পড়ছে তাঁর। কাকার যাবতীয় অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মিঠুন কান্দু। তাঁর আশা, এলাকাবাসী তাঁকে ‘খালি হাতে’ ফেরাবেন না।
Category
🗞
News