দিন প্রতিদিন জটিল হচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট। বালাসাহেব ঠাকরে কে নিয়ে যখন 'আমরা ওরা' চলছে সেই সময় 'ক্রাইসিস ম্যানেজার'-এর ভূমিকায় উদ্ধব পত্নী রশমি ঠাকরে? সূত্রের খবর, বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক যাঁরা অধুনা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে সরব তাঁদের স্ত্রীদের ফোন করছেন রশমি ঠাকরে। যে সমস্ত বিধায়করা আপাতত বিক্ষুব্ধ একনাথ শিন্ডের সঙ্গে গুয়াহাটির হোটেলে ঠাঁই নিয়েছে তাঁদের স্ত্রীরা স্বামীদের যেন ফিরে আসার কথা বলেন, এই বার্তাই দিচ্ছেন রশমি। শুধু তাই নয়, কিছু বিক্ষুব্ধ বিধায়ককে উদ্ধব ঠাকরে নিজেই মেসেজ করেছেন বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। উল্লেখ্য, বালাসাহেব ঠাকরের তৈরি শিবসেনার একাধিক বিধায়ক বিক্ষুব্ধ একনাথ শিন্ডের সঙ্গে মুম্বই ছেড়েছেন। আপাতত তাঁরা আশ্রয় নিয়েছেন গুয়াহাটির একটি হোটেলে। তাঁদের দাবি, অবিলম্বে BJP-র সঙ্গে জোট করতে হবে। অন্যদিকে, কোনওভাবেই এই প্রস্তাব মানতে নারাজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সার্বিক পরিস্থিতিতে যখন উদ্ধবের আসন টলমল সেই সময় রশমির এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Category
🗞
News